ঢাকা: আওয়ামী লীগ পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংস করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্ব গতির প্রতিবাদে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
ফখরুল বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি আওয়ামী লীগ যে পরিকল্পিতভাবে ধ্বংস করছে এটার প্রতিবাদে আমরা একটি সভা করেছিলাম। উল্টো তারা আবার মামলা দিয়েছে আমাদের শত শত মানুষের বিরুদ্ধে।
আওয়ামী লীগের উদ্দেশে প্রশ্ন রেখে ফখরুল বলেন, এত ভয় পান কেন? ভয় পান এই জন্য আপনাদের পায়ের নিচে মাটি নাই। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেশে একটা সুষ্ঠু নির্বাচন হবে এটা দেখতে চান— ভূতের মুখে রাম নাম। ৩টি নির্বাচন তারা ধ্বংস করল।
মানববন্ধনে দলের চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেন, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবশ্যই বাংলাদেশে নির্বাচন হবে। বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা পূজা মণ্ডপ ভাঙচুর করেছে। বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে। সেই বিশৃঙ্খলা বিএনপির ঘাড়ে চাপানোর জন্য মিথ্যা মামলা দিচ্ছে, গ্রেপ্তার করছে।
ঢাকা/ইবিটাইমস/এমএইচ