হেসেখেলে বাংলাদেশকে হারাল ইংল্যান্ড, নামিবিয়ার প্রথম জয়

স্পোর্টস ডেস্ক: ব্যাটিং ব্যর্থতায় ইংল্যান্ডকে মাত্র ১২৫৫ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। অনেকটা হেসেখেলেই ৩৫ বল হাতে রেখেই বাংলাদেশকে হারিয়েছে ইংল্যান্ড। আট উইকেটের বিশাল জয় তুলে নিল ইয়ান মরগানের দল।

বুধবার টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১২৪ রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন মুশফিকুর রহিম। জবাব দিতে নেমে ১৪.১ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় ইংল্যান্ড। সুপার টুয়েলভে এটি বাংলাদেশের টানা দ্বিতীয় হার। এর আগে প্রথম ম্যাচে হেরেছিল শ্রীলঙ্কার বিপক্ষে।

রান তাড়ায় শুরু থেকেই আগ্রাসী ছিল ইংল্যান্ড। দুই ওপেনার মিলে তোলেন ৩৯ রান। ১৮ রানে জস বাটলারকে বিদায় করেন নাসুম আহমেদ। এরপর দ্বিতীয় উইকেটে ইংলিশদের দারুণ জুটি উপহার দেন জেসন রয় ও ডেভিড মালান। দুজনে মিলেন গড়েন ৭৩ রানের জুটি। এই জুটিতে ভর করেই সহজ লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড। ৩৮ বলে ৬১ রান করেন জেসন রয়। আর মালানের ব্যাট থেকে আসে ২৮ রান। শেষ দিকে নেমে জনি বেয়ারস্টো করেন ৮ রান।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। আগের ব্যর্থতার ধারাবাহিকতাই ধরে রাখে বাংলাদেশের ওপেনিং জুটি। ইনিংসের তৃতীয় ওভারে সাজঘরে ফেরেন দুই ওপেনার লিটন ও নাঈম। মঈন আলীর বলে সুইপ খেলার চেষ্টা করেন লিটন। টাইমিং ঠিক হয়নি। ব্যাটের কানায় লেগে বল চলে যায় স্কয়ার লেগে। সেখানে থাকা লিভিংস্টোন ক্যাচ নিতে ভুল করলেন না। ৮ বলে ৯ রানে বিদায় নেন ডানহাতি ওপেনার।

পরের বলেই মঈন আলীর ফাঁদে পা দেন নাঈম। ইংলিশ অফ স্পিনারের বলে ক্রিজ থেকে বেরিয়ে উড়িয়ে মারেন নাঈম। বল চলে যায় মিডঅনে। ক্যাচ নিয়ে ফিরিয়ে দেন ত্রিস ওকস। ৭ বলে ৫ রানে করেন নাঈম। ওয়ানডাউনে নেমে দায়িত্ব নিতে পারলেন না সাকিব আল হাসানও। ষষ্ঠ ওভারে তাঁকে শিকার বানান ওকস। ইংলিশ তারকার লেগ স্টাম্পে থাকা লেংথ বল ফাইন লেগের ওপর দিয়ে খেলতে চেয়েছিলেন সাকিব। কিন্তু জোর দিয়ে মারতে পারেননি। দুর্দান্ত ক্যাচ নিয়ে সাকিবকে (৪) ফিরিয়ে দেন আদিল রশিদ।

পাওয়ার প্লেতে রীতিমত হতাশ করে বাংলাদেশ। ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে তোলে মাত্র ২৭ রান। মাঝে মাহমুদউল্লাহর সঙ্গে কিছুটা প্রতিরোধ গড়েন মুশফিকুর রহিম। ওই জুটিও বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১১তম ওভারে মুশফিককে বিদায় করে ওই জুটি ভাঙেন লিয়াম লিভিংস্টোন। ইংলিশ লেগস্পিনারকে রিভার্স সুইপ খেলার চেষ্টায় আউট হন মুশফিক। ৩০ বলে ২৯ করেন তিনি, ৩২ বলে ৩৭ রানের জুটি।

শেষ দিকে নাসুম চেষ্টা করলেও রানের খাতা খুব একটা বাড়াতে পারেননি। ফলে নির্ধারিত ওভারে ১২৪ রানেই শেষ হয় বাংলাদেশের ইনিংস।

এদিকে, দিনের অপর ম্যাচে স্কটল্যান্ডকে চার ইউকেটে হারিয়ে বিশ্বকাপের আসরে প্রথম জয় তুলে নিয়েছে নামিবিয়া।

প্রথমে ব্যাট করে স্কটল্যান্ড সংগ্রহর করে মাত্র ১০৯ রান। ১৯ ওভার এক বলেই সে রান টপকে যায় নামিবিয়া।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

EuroBanglaTimes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »