ফেনীতে ত্রিমুখী সংঘর্ষ, ওসিসহ ১৫ পুলিশ আহত

ফেনী প্রতিনিধি: পূজা উদযাপন পরিষদের প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে ফেনীতে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ইটপাটকেল নিক্ষেপে ফেনী মডেল থানার ওসিসহ ১৫ জন আহত হয়েছে।

শনিবার বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত ফেনী শহরের ট্রাংক রোড এলাকায় বিক্ষিপ্তভাবে এ সব সংঘর্ষ হয়। জেলা পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী সংবাদ মাধ্যশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ইট-পাটকেলের আঘাতে ফেনী মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিনসহ অন্তত ১৫-১৬ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। রাত ৮টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং এ ঘটনার পরিপ্রেক্ষিতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার বিকেলে ফেনী শহরের ট্রাংক রোডে পূজা উদযাপন পরিষদের প্রতিবাদ মিছিল হওয়ার কথা ছিল। সে সময় ট্রাংক রোডের বড় মসজিদের সামনে কয়েকজন যুবক অবস্থান নেয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। তখন ফেনী থানার ওসির নেতৃত্বে পুলিশ দুই পক্ষের মাঝামাঝি অবস্থান নেয়।

কিছুক্ষণ পর আওয়ামী লীগ-যুবলীগের একটি মিছিল ওই স্থান দিয়ে যাওয়ার সময় মসজিদের সামনের ওই যুবকদের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এসময়ও ইটপাটকেল নিক্ষেপ হয়।

এতে ফেনী মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিনসহ আরও কয়েকজন পুলিশ সদস্য, সাংবাদিকসহ ২৫-৩০ জন আহত হয়।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

EuroBanglaTimes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »