কলকাতাকে হারিয়ে আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই

স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকান ফ্যাফ ডু প্লেসির অসাধারণ ব্যাটিংয়ে চেন্নাই সুপার কিংস ১৯২ রান করার পরই যেন লেখা হয়ে গিয়েছিল, আইপিএলের ১৪তম আসরের শিরোপা উঠতে যাচ্ছে কাদের হাতে।

শেষ পর্যন্ত বোলাররা ঠিকই আস্থার প্রতিদান দিলেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। কলকাতা নাইট রাইডার্সকে তারা বেধে রাখলো ৯ উইকেটে ১৬৫ রানে। ২৭ রানে কেকেআরকে হারিয়ে চতুর্থবারেরমত আইপিএল শিরোপা জিতে নিলো চেন্নাই সুপার কিংস।

টপ অর্ডারের সৌজন্যে কলকাতা নাইট রাইডার্সকে বড় লক্ষ্যই ছুঁড়ে দিয়েছিল  চেন্নাই সুপার কিংস। প্রথম ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯২ রান তোলে তোলে তারা। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৬৫ রানের বেশি করতে পারেনি কলকাতা।

ব্যাটিং ও বোলিং দুই দিকেই ব্যর্থ হয়েছেন কলকাতার বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্যাট করতে নেমে প্রথম বলেই এলবিডাব্লিউর ফাঁদে পড়েন তিনি। আর বল হাতেও খেয়েছেন বেদল পিটুনি। ৩ ওভার বল করে উইকেটশূন্য থেকে ৩৩ রান খরচ করেছেন এ বাঁহাতি।

লক্ষ্য তাড়ায় দারুণ করলেও ধরে রাখতে পারেনি কলকাতা। শুবমান গিল ও ভেংকাটেশ আইয়ারের ওপেনিং জুটিতেই আসে ৯১ রান। দুই ওপেনারই পান ফিফটি। কিন্তু এরপরই ভেঙে পড়ে দলটি। পরের ছয় ব্যাটসম্যান আউট হয়েছেন টেলিফোন নম্বর তৈরি করে। তবে নবম উইকেট জুটিতে লোকি ফার্গুসনকে নিয়ে চেষ্টা চালিয়েছিলেন শিভাম মাভি। কিন্তু ৩৯ রান জুটিতে কেবল হারের ব্যবধানই কমিয়েছেন।

আইয়ারকে আউট করে কলকাতার দুঃস্বপ্নের শুরুটা করেন শার্দুল ঠাকুর। একই ওভারে খালি হাতে নিতিশ রানাকেও তুলে নেন তিনি। পরের ওভারে নারিনকে তুলে নেন জশ হ্যাজলউড। এক ওভার পর ফিরে এসে সেট ব্যাটসম্যান শুবমানকেও এ অজি পেসার ফিরিয়ে দিলে বড় চাপে পড়ে যায় কলকাতা।

এরপর ১৫তম ওভারে পরপর দুই বলে দিনেশ কার্তিক ও সাকিব আল হাসানকে তুলে সে চাপ আরও বাড়িয়ে দেন রবীন্দ্র জাদেজা। তখনই জয় দেখতে শুরু করে চেন্নাই। শেষ পর্যন্ত ফার্গুসন ও মাভির লড়াই থামিয়ে ম্যাচ জিতে নেয় হলুদ জার্সিধারীরা।

চেন্নাইয়ের পক্ষে ৩৮ রানের খরচায় ৩টি উইকেট পেয়েছেন শার্দুল। ২টি করে শিকার করেছেন হ্যাজলউড ও জাদেজা।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

EuroBanglaTimes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »