মোতাব্বির হোসেন কাজল,হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ডাকাতির প্রস্তুতি কালে অস্ত্রসহ ৫ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাতে শায়েস্তাগঞ্জ থানার একদল পুলিশ উপজেলার ব্রাহ্মণডুরা ইউনিয়নের বিশাউড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার লাল মিয়ার ছেলে রুহুল আমিন , সিলেট মেট্রোপলিটনের পশ্চিম পীর মহল্লার আব্দুল হাফিজের ছেলে নিজামুর রহমান ), খাদিমনগর এলাকার নুর মিয়ার ছেলে আল আমিন (২১), মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার সুলতান মিয়ার ছেলে মিজান মিয়া (২০), সিলেট জেলার জালালাবাদ উপজেলার তাজ উদ্দিনের ছেলে ফুল মিয়া (২১)।
এবিষয়ে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় চন্দ্র দেব জানান, শায়েস্তাগঞ্জ উপজেলায় চুরি ডাকাতি মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না।
হবিগঞ্জ/ইবিটাইমস