ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় স্বাস্থ্য পরীক্ষা করাতে হাসপাতালে গেলে সেখানে তাকে ভর্তি করা হয়।
হাসপাতালের ১০বি ওয়ার্ডের ১০২০ নম্বর কেবিনের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
বি্এনিপর পক্ষ থেকে জানানো হয়েছে ‘চেয়ারপারসনের যেসব শারীরিক পরীক্ষা করার প্রয়োজন ছিল সবগুলো সম্পন্ন না হওয়ায় চিকিৎসক তাকে ভর্তি করার পরামর্শ দেন।’
এর আগে, গুলশানের বাসা থেকে নিজের গাড়িতে হাসপাতালে পৌঁছানোর পর খালেদা জিয়াকে গাড়ি থেকে হুইল চেয়ারে নির্দিষ্ট কক্ষে নেওয়া হয়। সেখানে মেডিকেল বোর্ডের চিকিৎসকরা তার সঙ্গে কথা বলেন।
হাসপাতালের পরিচালক আরিফ মাহমুদ সাংবাদিকদের বলেন, ‘চিকিৎসকদের পরামর্শেই বিএনপি চেয়ারপারসনকে ভর্তি করা হয়েছে। এখন তার কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।’
খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের এক সদস্য জানান, বিএনপি চেয়ারপারসন কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত। তার শরীরের তাপমাত্রা ওঠানামা করায় তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপর তার সিটি স্ক্যানসহ কিছু পরীক্ষা করা হয়েছে। কিডনী ও লিভারের পরীক্ষার জন্য তাকে কয়েকদিন হাসপাতালে থাকতে হবে।’
ঢাকা/ইবিটাইমস/এমএইচ