বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান কিশোরীর, ৬দিন পর উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় বিয়ের দাবিতে ৬দিন ধরে প্রেমিকের বাড়িতে অবস্থান করছে এক কিশোরী। ঘটনাটি উপজেলার কাচেরকোল ইউনিয়নের জাঙ্গালীয়া গ্রামে।

ভূক্তভোগী কিশোরী জাঙ্গালীয়া গ্রামের ছমির শেখের মেয়ে ও কচুয়া মরিয়ম নেছা বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী। ঘটনাটি জানাজানি হলে সোমবার দুপুরে উপজেলা মহিলা অধিদপ্তর কিশোরীকে উদ্ধার করে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন বলে জানা যায়।

কিশোরীর বাবা ছমির শেখ জানান, জাঙ্গালীয়া গ্রামের আলম খন্দকারের ছেলে সবজি ব্যবসায়ী আকাশ ওরফে আক্কাস(৪৫) দীর্ঘদিন যাবত জ্ঞাতি সম্পর্কের সুবাদে তাদের বাড়িতে যতায়াত করতে থাকে। গত মাসের ২০ তারিখে আকাশ তার কিশোরী মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে নিয়ে পালিয়ে যায়। বেশ কিছুদিন তারা বিভিন্ন স্থানে এক সাথে বসবাসের পর আকাশ তাকে ধোকা দেয়।এরপর চলতি মাসের ৫ তারিখে বিয়ের দাবি নিয়ে আকাশের বাড়িতে অবস্থান করছে সে।সোমবার মেয়েটি অসুস্থ্য হলে মহিলা অধিদপ্তরের কর্মকর্তা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

কিশোরীর বিয়ের দাবিতে অবস্থানের ঘটনা নিয়ে কচুয়া তদন্ত কেন্দ্রের এসআই আনিচুর রহমান বলেন, সোমবার দুপুরে মহিলা অধিদপ্তর ভূক্তভোগী কিশোরীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

অভিযুক্ত আকাশ বলেন, তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা ও বানোয়াট।পরিবারটি তাকে সামাজিক ভাবে হেও করতে এ নাটক সাজিয়েছে বলে তিনি বলেন।

উপজেলা মহিলা অধিদপ্তরের কর্মকর্তা রেশমা খানম বলেন, বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থানের পর এক কিশোরীকে উদ্ধার করা হয়েছে।অধিদপ্তর তাকে আইনি সহায়তা দেবেন বলে জানান।

শেখ ইমন/ইবিটাইমস

EuroBanglaTimes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »