স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর মাঠে গড়াচ্ছে আগামী ১৭ অক্টোবর থেকে। এ উপলক্ষ্যে উম্মোচন করা হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ জার্সি। দুই ডিজাইনের জার্সির একটিতে প্রাধান্য দেওয়া হয়েছে সবুজ রঙকে, আরেকটিতে লালকে।
সোমবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের বিশ্বকাপ জার্সি উন্মোচন করা হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন জাতীয় দলের দুই সাবেক অধিনায়ক আকরাম খান ও খালেদ মাহমুদ সুজন এবং ব্র্যাক এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদ।
প্রস্তুতি ম্যাচে ওমান ‘এ’ দলের বিপক্ষে যে জার্সি পরে খেলেছিল বাংলাদেশ, সেটাই বিশ্বকাপে থাকছে হোম বা মূল জার্সি হিসেবে। সবুজ রঙের জার্সিটির কাঁধের অংশে ব্যবহার করা হয়েছে লাল রং।
বাংলাদেশের রেপ্লিকা বিশ্বকাপ জার্সি বিক্রি করার স্বত্ব পেয়েছে স্পোর্টস অ্যান্ড স্পোর্টস ডিজাইন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে চুক্তিবদ্ধ এই প্রতিষ্ঠানটি গত কয়েক বছর ধরে তৈরি করছে জাতীয় দলের জার্সি। এছাড়া আড়ংয়ের মাধ্যমেও দেশের ক্রিকেটপ্রেমীরা জার্সি কিনতে পারবেন।
ডেস্ক/ইবিটাইমস/এমএইচ