ঝালকাঠিতে প্রতিমার গায়ে শেষ রং-তুলির এর আচর দিচ্ছে প্রতিমা শিল্পিরা

ঝালকাঠি প্রতিনিধি : আগামী সোমবার ষষ্ঠী পূজার মধ্যদিয়ে শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মালম্বীদের সার্বজনীন সর্ববৃহৎ শারদীয়া দুর্গা উৎসব। এ উপলক্ষে ঝালকাঠিতে প্রতিমার গায়ে রং তুলির শেষ আচর দিচ্ছে প্রতিমা শিল্পিরা। কোন কোন মন্দিরে প্রতিমা তৈরীর কাজ সমাপ্ত করে ব্যস্ত প্রতিমা শিল্পিরা ছুটছেন অন্য মন্দিরে।
সোমবারের পূবেই প্রতিমা তৈরী সব কাজ শেষ করতে হবে। পাশাপাশি মন্দিরের অঙ্গ সজ্জাসহ আলোক সজ্জা এবং বড় বড় তোরণ নিমাণ করা হচ্ছে।পূজার আয়োজন কমিটি ব্যস্ত সময় পার করছেন।
ঝালকাঠি জেলার দুটি পৌরসভাসহ ৪টি উপজেলায় ১৬৯টি পুজামন্ডবে দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।এর মধ্যে ৪টি পারিবারিক পূজা এবং অবশিষ্ট পুজাগুলো সার্বজনিন।এবারে মা দূর্গার আগমন ঘোটকে  এবং দোলায় মতর্য থেকে চলে যাবেন।
বাধন রায়/ইবিটাইমস

EuroBanglaTimes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »