জনগনের সেবা দিন, নিজেদের জমিদার ভাববেন না-মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট; পিরোজপুর: মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম বলেছেন, জনগনকে সেবা করতে প্রধান মন্ত্রী আমাদের  নিয়োজিত করেছেন।আমরা যারা জনগনের সেবক তারা কখনও নিজেকে জমিদার মনে করবো না।কেননা আমরা কেউ কেউ জনগনের ভোটে নির্বাচিত আবার কেউ কেউ জনগনকে সেবা দিতে সরকারী কর্মকর্তা বা কর্মচারী হিসাবে নিয়োজিত হয়েছি।সেবা পৃথিবীর সবচেয়ে বড় পূন্যের কাজ।আমরা আমাদের কর্তব্য যথাযথভাবে পালন করে আমাদের রিজিক হালাল করবো। এটাই আমাদের প্রতিজ্ঞা থাকা উচিত।দেশের স্বাধীনতা
যুদ্ধে এদেশের সকল ধর্মের মানুষের অংশ গ্রহনে দেশ স্বাধীন হয়েছে।কাজেই দেশটিতে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে।

রবিবার (১০ অক্টোবর) দুপুরে জেলার নাজিরপুরে মাছের পোনা অবমুক্ত, উপজেলা সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন এবং হিন্দুদের দূর্গাপূজা উপলক্ষে নিজ তহবিল থেকে  আর্থিক অনুদান প্রদানের পৃথক পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা কালে  তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন,  পিরোজপুরে স্থাপিত বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগামী শিক্ষা বর্ষে শিক্ষার্থীদের ভর্তি সহ ক্লাস শুরু করা হবে। আর এ জন্য সরকারের পক্ষ থেকে কাজ চলছে।এ ছাড়া শিক্ষায়  পিরোজপুরকে  দেশের মধ্যে সর্বোচ্চ শিক্ষিত হিসাবে গড়ে তুলতে সরকারের সার্বিক সহযোগীতা কামনা করে প্রধান মন্ত্রীকে অনুরোধ করা হয়েছে।এখানে মেডিকেল কলেজ, কৃষি কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের
জন্য কাজ চলছে। এ ভাবে কাজ চললে জেলার পিরোজপুর-১ (নাজিরপুর, পিরোজপুর সদর ও নেছারাবাদ) সহ এ জেলার আগামী প্রজন্ম হবে বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ শিক্ষিত।

নাজিরপুর  উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুর রহমানের সভাপতিত্বে ও যুবলীগ নেতা এসএম রোকনুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠিত ওই
সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু আলী মো.  সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার মোহাম্মাদ সাঈদুর রহমান, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা রেবেকা খান, মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয়  উপ-পরিচালক (ডিডি) মো. আনিচুর রহমান,  উপজেলা চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদার, এলজিইডির জেলা নির্বাহী প্রকৌশলী আব্দুস সত্তার হাওলাদার, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক মো. সাইফুল ইসলাম সাইফ,  জেলা পরিষদ সদস্য সুলতান মাহমুদ খান,  যুবলীগ সাধারন সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক গোপাল বসু প্রমুখ।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস

EuroBanglaTimes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »