সাকিব হাসান, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ ২৩ সেপ্টেম্বর ২০২১ ইং বৃহস্পতিবার গড়াইটুপি মেলার মাঠে ঐতিহাসিক গড়াইটুপি মেটেরি মেলা পুনরায় চালু করন ও সাপ্তাহিক পশুহাট স্থাপন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
গড়াইটুপি ইউনিয়ন পরিষদ আয়োজিত উক্ত আলোচনা সভায় গড়াইটুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য জেলা প্রশাসক, মোঃ নজরুল ইসলাম সরকার, বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সাদিকুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর সহকারী কমিশনার ভূমি মজহারুল ইসলাম, উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুজ্জামান মানিক,বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম প্রমূখ ।
অনুষ্ঠানে গড়াইটুপি ইউনিয়নের সর্বস্তরের সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে – জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন- অফিসিয়াল সকল নিয়ম কানুন মেনে সকলের সম্মতি ক্রমে এই মেলা ও হাটের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
চুয়াডাঙ্গা/ইবিটাইমস/ এম আর