ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার খালেদা জিয়াকে এতটাই ভয় পায় যে, তাঁকে মুক্তি দিতে বা বিদেশে চিকিৎসা নিতেও যেতে দেয়ার কথা তারা ভাবতেই পারে না। তিনি বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন দৃষ্টির আড়ালে রাখার ষড়যন্ত্রের অংশ হিসেবেই জিয়াউর রহমানকে নিয়ে মিথ্যাচার করা হচ্ছে। নিউ ইয়ার্কে বিএনপির কর্মসুচীর উপর আওয়ামী লীগ হামলা চালিয়েছে অভিযোগ করে এর তীব্র নিন্দা জানান মির্জা ফখরুল।
রবিবার গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল জানান, দলের বিভিন্ন স্তরের নেতাদের সাথে সিরিজ বৈঠকের অংশ হিসেবে আগামী ২১, ২২, ২৩ সেপ্টেম্বর নির্বাহীর কমিটির সদস্যদের সাথে মতবিনিময় করবেন সিনিয়র নেতারা। মুক্তিযুদ্ধ, ৭৫ এর পট পরিবর্তন, জিয়াউর রহমানের সমাধি নিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাগাতার মিথ্যাচারের তীব্র নিন্দা জানানো হয়েছে স্থায়ী কমিটির সভায়।
লুটপাটকে দীর্ঘায়িত করতে সংসদে ভাড়া বিদ্যুৎ কেন্দ্র চালু রাখতে বিশেষ আইনের মেয়াদ বাড়ানো হয়েছে।সভায় এর তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে এই বিল বাতিলের আহবান জানানো হয়। বেগম খালেদা জিয়ার দন্ড স্থগিতের মেয়াদ বাড়ানো নিয়ে কথা বলেন মির্জা ফখরুল।
এদিকে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, আগামী নির্বাচন নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে তা নিয়ে সাংবাদিকরা যাতে না লিখেন সেজন্যই তাদের ব্যাংক হিসাব চাওয়া হয়েছে।
ঢাকা/ইবিটাইমস/এমএইচ