ঝালকাঠিতে বরিশাল বিভাগীয় সাংগঠনিক কমিটির সাথে মতবিনিময় অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে জেলা জাতীয় পার্টির উদ্যোগে প্রেসক্লাব মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বরিশাল বিভাগীয় সাংগঠনিক কমিটির সাথে ঝালকাঠি জেলা জাতীয় পার্টির মতবিনিময় সভা শনিবার বিকাল ৪টায় আয়োজিত সভায় কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অবসরপ্রাপ্ত মেজর রানা মোহাম্মদ সোহেল এমপি প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক মহাসিনউল ইসলাম ও কেন্দ্রীয় সদস্য বযলুর রহমান ও আব্দুল জলিল গাজী।  সভাপতিত্ব করেন জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এ্যাড. আনোয়ার হোসেন আনু।

স্বাগত বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আলহাজ্ব মাহবুবুর রহমান। জাতীয় পার্টির নেতৃত্ব বিকাশ ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে মতামত মূলক বক্তব্য রাখেন কেন্দ্রীয় ও বরিশাল বিভাগের সাংগঠনিক টিমের নেত্রীবৃন্দ এবং জেলা পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতারা।

অন্যদিকে ঝালকাঠি পাবলিক হরিসভা প্রাঙ্গণে পরিচালনা পরিষদের উদ্যোগে জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি প্রফেসর ডাঃ অসিম কুমার সাহা ও সাধারণ সম্পাদক ১নং প্যানেল মেয়র তরুণ কর্মকার নির্বাচিত হাওয়ায় তাদেরকে তাদেরকে সংবর্ধনা প্রদান করেছে।

শুক্রবার রাত ৮টায় পাবলিক হরিসভা পরিচালনা কমিটির সভাপতি অশোক কুমার বণিকের সভাপতিত্বে সংবর্ধনা সভায় জেলা পুজা উদযাপন পরিষদের সহসভাপতি এ্যাড. নির্মল কান্তি দে  তরণী, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি এ্যাড. অমল চন্দ্র দাস, প্রেসক্লাব সভাপতি চিত্তরঞ্জন দত্ত পাবলিক হরিসভা কমিটির এ্যাড. সুহাস সাহা ও সুবিমল হালদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে পাবলিক হরিসভা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অসিত কুমার সাহা স্বাগত বক্তব্য রাখেন।

বাধন রায়/ ইবিটাইমস

EuroBanglaTimes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »