ঢাকাঃ জন্ম দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৭১ টি লাল গোলাপ পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নরেন্দ্র মোদি ৭১ তম জন্মদিন উপলক্ষে একাত্তরটি লাল গোলাপের একটি ফুলের তোড়া পাঠিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।
নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রীর দপ্তরে শেখ হাসিনার পক্ষ থেকে জন্মদিনের এই শুভেচ্ছা পাঠানো হয়।
১৯৫০ সালে ১৭ সেপ্টেম্বর নরেন্দ্র মোদি ভারতের গুজরাটের ভাডনগর শহরে জন্মগ্রহণ করেন। দ্বিতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন নরেন্দ্র মোদী।
ঢাকা/ইবিটাইমস/এমএইচ