ঢাকা: প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, ১৮ বছরের ওপরের সকল বাংলাদেশী নাগরিককে কোভিড-১৯ এর টিকা দেয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। পাশাপাশি টিকা প্রদানের বয়সসীমা ক্রমান্বয়ে কমিয়ে আনা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির সংসদ সদস্য রুস্তম আলী ফরাজীর প্রশ্নের উত্তরে এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান টিকাদান কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়সমূহের সকল শিক্ষার্থীকে টিকার আওতায় আনার লক্ষ্যে বয়সসীমা ১৮ পর্যন্ত কমানো হয়েছে। শতকরা ৫০ ভাগ জনগোষ্ঠীকে টিকার আওতায় নিয়ে আসার লক্ষে ডিসেম্বর ২০২১ এর মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইড লাইন অনুসরণ করে ব্যবস্থা নেয়া এবং ১২ বছর ও তদুর্ধ্ব সকল ছাত্র-ছাত্রীদের টিকার আওতায় নিয়ে আসার পরিকল্পনা রয়েছে সরকারের।
তিনি বলেন, এজন্য এ পর্যন্ত ২৪ কোটি ৬৫ লাখ ১৩ হাজার ৬৬০ ডোজ টিকা সংগ্রহের ব্যবস্থা হয়েছে এবং প্রতিমাসে যাতে ১ কোটি ডোজের বেশি টিকা পাওয়া যায় তার ব্যবস্থা নেয়া হয়েছে।
এর আগে বুধবার সকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদের বৈঠকে প্রশ্নোত্তর পর্বটি টেবিলে উত্থাপিত হয়।
ঢাকা/ইবিটাইমস/এমএইচ