শিক্ষার্থীদের ভ্যাকসিনের আওতায় এনে খুলবে বিশ্ববিদ্যালয়

ঢাকা: শিক্ষামন্ত্রী ডাক্তার দিপু মনি জানিয়েছেন, অন্তত ৮০ শতাংশ শিক্ষার্থীকে করোনার টিকার প্রথম ডোজ দিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয় খোলার পরামর্শ দিয়েছে কোভিড-১৯ বিষয়ক জাতীয় পরামর্শক কমিটি। তিনি বলেন, সুরক্ষা অ্যাপে সবার নিবন্ধন নিশ্চিত করে হলেও বিশ্ববিদ্যালয়গুলো খোলা উচিত। ২৭ সেপ্টেম্বরের মধ্যে সকল শিক্ষার্থীকে ভ্যাকসিনের নিবন্ধনের তাগিদ দিয়েছেন শিক্ষামন্ত্রী।

সবশেষ গত ২৬ আগস্ট শিক্ষামন্ত্রী ডাক্তার দিপু মনি জানিয়েছিলেন, ১৭ অক্টোবর থেকে ধাপে ধাপে খুলবে পাবলিক বিশ্ববিদ্যালয়। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ১৭ মে বিশ্ববিদ্যালয় খোলার কথা জানিয়েছিলেন তিনি।

মঙ্গলবার রাজধানীর ইডেন কলেজের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন শিক্ষামন্ত্রী ডা. দিপুমনি।

পরে তিনি সাংবাদিকদের বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের দেয়া নির্ধারিত একটি লিঙ্কের মাধ্যমে ভ্যাক্সিনের জন্য নিবন্ধন করতে পারবেন শিক্ষার্থীরা। অন্ততপক্ষে প্রথম ডোজ টিকা নেয়ার পর পাবলিক বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।

এসময় মন্ত্রী বলেন, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠানগুলোর মধ্যে যারা স্বাস্থ্যবিধি মানবে না, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। পরে ইডেন কলেজের নতুন দু’টি একাডেমিক ভবনের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।

ঢাকা/ইবটাইমস/এমএইচ

EuroBanglaTimes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »