দক্ষ জনবল রুপপুরের চ্যালেঞ্জ

ঢাকা: রূপুপর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র পরিচালনায় দক্ষ জনবল তৈরিতে যৌথভাবে কাজ করছে রোসাটম ও বাংলাদেশ। রাজধানীতে বাংলাদেশ পরমানু শক্তি কমিশন ও এটমস্ট্রয়এক্সপোর্ট আয়োজিত এক সেমিনারে এ তথ্য জানানো হয়।

সেমিনারে বক্তারা বলেন, রুপুপর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ আইএইএ-এর গাইডলাইন অনুসরণ করে সঠিকভাবেই এগিয়ে চলছে। ভৌত অবকাঠামো ছাড়াও জনবল তৈরি করা বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন বক্তারা। পরমানু শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম ভূইয়া বলেন, প্রতিটি রিঅ্যক্টর পরিচালনায় পাঁচশ দক্ষ জনবলের প্রয়োজন। সেদিকে নজর দিতে হবে বাংলাদেশকে।

সেমিনারে জেএসসি এটমস্ট্রয়এক্সেপোর্ট এর প্রতিনিধি বলেন, বাংলাদেশ ও রাশিয়ার সাথে দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী জনবলকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

ঢাকা/ইবিটাইমস/আরএন

EuroBanglaTimes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »