শেখ ইমন, ঝিনাইদহ: মহামারী করোনায় লকডাউনের পর দীর্ঘ প্রায় ১৮ মাস পর বাজল স্কুলের ঘন্টা।
ঝিনাইদহ সরকারি উচ্চ বিদ্যালয়, বালিকা বিদ্যালয়সহ জেলা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শুরু হয়েছে পাঠদান। সকালে স্কুলের প্রধান ফটকে শিক্ষার্থীদের শরীরে তাপমাত্রা নির্ণয়, হ্যান্ডস্যানিটাইজার প্রদাণ শেষে ফুল দিয়ে স্বাগত জানানো হয়।
দীর্ঘদিন পর স্কুলে ফিরতে আর ক্লাস করতে পেরে খুশি শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা। এর আগে কয়েকদিন ধরেই পরিস্কার পরিচ্ছন্ন করা হয় ক্লাসরুমসহ বিদ্যালয়ের বিভিন্ন জায়গা। স্বাস্থ্যবিধি ও সামাজিক দ্রুরত্ব মেনেই দেওয়া হবে পাঠদান বলেও জানান শিক্ষকরা।
ঝিনাইদহ/ইবিটাইমস