ঢাকা: প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, বিদেশী বিনিয়োগ পেতে প্রয়োজন বাংলাদেশের পর্যাপ্ত ব্র্যান্ডিংয়ের। তাই এটিকে এখন সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে।
রাজধানীতে বিডা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সালমান এফ রহমান আরো বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও সম্ভাবনা সম্পর্কে পৃথিবীর অনেক দেশই জানে না। বিনিয়োগ আকৃষ্ট করতে আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে দু’দিন ব্যাপী ‘বাংলাদেশ আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন- ২০২১’। যাতে অংশ নেবেন বিশ্বের বহু দেশের বিনিয়োগকারী জানানো হয় সংবাদ সম্মেলনে।
এ সময় বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি-বিডার চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, কোভিডের কারণে বিশ্বের সামনে বাংলাদেশকে উপস্থাপন করা যায়নি। এটি করার এখন উদ্যোগ নেয়া হয়েছে। এতে দেশের বিনিয়োগ পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন বিডা চেয়ারম্যান।
ঢাকা/ইবিটাইমস/এমএইচ