ঢাকা: রবিবার থেকে খুলে দেয়া হয়েছে স্কুল কলেজসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান। করোনার কারণে দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর স্কুল খোলায় শিক্ষক শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে ক্যাম্পাসগুলো।
রাজধানীর ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজে নির্ধারিত সময়ের আগেই স্কুলের মূল ফটকে উপস্থিত হয় শিক্ষার্থীরা। বেশ কিছু নিয়ম মেনে তাদেরকে ক্যাম্পাসে ঢুকতে দেয়া হয়। শরীরের তাপমাত্রা পরীক্ষা করা ও হাত স্যানিটাইজেশন করা হয় সকল শিক্ষার্থীর। এছাড়া মুখে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে সবার জন্য। শিক্ষার্থীরা জানিয়েছে, ক্যাম্পাসে আসতে পেরে তারা খুব খুশি। পড়াশোনার ঘাটতি মিটিয়ে নেয়ার সুযোগ যেমন এসেছে, তেমনি শিক্ষক ও বন্ধুদের সাথে মিলিত হওয়ার আনন্দও রয়েছে। অভিভাবকরা জানিয়েছেন, দমবন্ধ অবস্থা থেকে মুক্তি পেয়েছে তাদের সন্তানরা। শিক্ষকরা জানিয়েছেন, শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিতের লক্ষ্যে তারা অনেক ব্যবস্থা নিয়েছেন।
খুলে দেয়া হলো স্কুল-কলেজসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান। করোনার কারণে দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর স্কুল খোলায় শিক্ষক-শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠে ক্যাম্পাস। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিকে যথার্থ মনে করে স্কুল খুলে দেয়া হয়েছে। করোনা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হলেও দেড় বছর পর স্কুল – কলেজসহ নানা শিক্ষা প্রতিষ্ঠান খোলার খবরে রাজধানীর প্রত্যেক স্কুলেই ছিলো উৎসব-উচ্ছাসের আমেজ। নির্ধারিত সময়ের আগেই অভিভাবকদের সাথে স্কুলে গিয়ে হাজির শিক্ষার্থীরা। মুখে মাস্ক, শরীরের তাপমাত্রা পরীক্ষা করা ও হাত স্যানিটাইজ নানা স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের স্কুলে ঢুকতে হয়েছে। ফুল আর চকলেট দিয়ে শিক্ষকরা তাদের বরণ করেন। যথাসময়ে ক্লাস শুরু হয় এবং দীর্ঘদিন পর সহপাঠীদের সাথে বসে ক্লাস করতে পেরে সন্তোষ প্রকাশ করে শিক্ষার্থীরা। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের বেশির ভাগ শিক্ষা প্রতিষ্ঠানে দু’টি করে ক্লাস হয়। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বিভিন্ন স্কুল ও কলেজ পরিদর্শন করেছেন।
ঢাকা/ইবিটাইমস/এমএইচ