শিক্ষাপ্রতিষ্ঠানে গুরত্ব পাচ্ছে স্বাস্থ্যবিধি

ঢাকা: প্রথম দিনে শিক্ষা প্রতিষ্ঠানে সবচে গুরুত্ব পেয়েছে স্বাস্থ্যবিধির বিষয়টি । এজন্য কঠিন তদারকি ছিল স্কুল-কলেজ কর্তৃপক্ষের । তবে, শঙ্কিত অভিভাবকরা। মন্ত্রীরা জানিয়েছেন, স্বাস্থ্যবিধি দেখতে শিক্ষা প্রতিষ্ঠানে চালানো হবে আকস্মিক পরিদর্শন।

১৮ মাস পর খুলেছে স্কুল কলেজ। কতোটা নিয়ম মেনে স্কুল খোলা হয়েছে, তা দেখতে রাজধানীর সেগুনবাগিচার আইডিয়াল মডেল সরকারি প্রাইমারি স্কুল পরিদর্শনে গিয়ে শুরুতেই ধাক্কা খান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। ক্লাসরুম ঘুরে সব ঠিকঠাক পেলেও স্কুলের সামনের পরিবেশ দেখে অসন্তোষ প্রকাশ করেন তিনি।

অন্যদিকে, স্কুলে ময়লা আবর্জনা পাওয়া গেলে, সাথে সাথে ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শ্রেণিকক্ষ অপরিচ্ছন্ন রাখায় আজিমপুর গভর্নমেন্ট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এবং মনিটরিং টিমের শিক্ষকদের সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

স্বাস্থ্য বিধির সব নিয়ম মেনে দেড় বছর পর স্কুলে পা রেখেছে ছাত্রছাত্রীরা। গেট থেকে ক্লাসরুম পুরোটা সময় জুড়ে ছিলো বেশ কড়াকড়ি। বেশিরভাগ স্কুল-কলেজে দুরত্ব রেখেই ক্লাস করেছে শিক্ষার্থীরা।

কিন্তু স্কুল থেকে বের হতেই আনন্দের আতিশয্যে কিছু শিক্ষার্থী ভুলে গেছে সব নিয়ম নীতি। বহুদিন পর বন্ধুদের পেয়ে স্বাস্থ্যবিধি ভুলে আনন্দ উল্লাসে মেতে ওঠে তারা।

ছাত্রছাত্রীদের অবস্থা যেমন তেমন, নিয়ম মানছেন না তাদের স্কুলে নিয়ে আসা অভিভাবকরা। প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানের সামনে সামাজিক দুরত্ব ভুলে জটলা করে বসে থাকেন তারা। অনেকেই মানছেন না স্বাস্থ্যবিধি।

করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসায় স্বাস্থ্যবিধির নানা নির্দেশনার মধ্য দিয়ে খোলা হয়েছে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্য্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

EuroBanglaTimes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »