দেশে করোনায় প্রাণ গেছে ৫১ জনের

ঢাকা: একদিনের ব্যবধানে করোনায় আবারো বাড়লো শনাক্ত ও মৃতের সংখ্যা। রবিবার দেশে করোনায় প্রাণ গেছে ৫১ জনের। আর নতুন শনাক্ত হয়েছে ১৮৭১ জন।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, করোনার সংক্রমণ এখন নিম্নগতিতে, তবে এ নিয়ে আত্মতুষ্টিতে ভোগার কারণ নেই। এই ধারা ধরে রাখতে অভিভাবকসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবারও করোনায় ৫১ জনের মৃত্যু হয়েছে, যা আগের দিনের চেয়ে তিনজন বেশি। ২৫ হাজার ৭৪ জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছে এক হাজার আটশ’ ৭১ জন। অথচ শনিবার তা ছিলো এক হাজার তিনশ’ ২৭জন। নতুন তিন হাজার পাঁচশ’ ৮৬ জন সুস্থ হয়েছেন। দিনের হিসাব অনুযায়ী, শনাক্তের হার সাত দশমিক চার ছয়, সুস্থতার হার ৯৬ দশমিক ছয় তিন এবং মৃত্যুর হার এক দশমিক সাত ছয়। সর্বোচ্চ মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে ১৯ জন। দ্বিতীয় সর্বোচ্চ চট্টগ্রামে ১৪ জন। খুলনায় ৯ ও সিলেটে ছয়জন মারা গেছেন। মৃতদের মধ্যে নারী ২৯ এবং পুরুষ ২২ জন।

এদিকে, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এক অনুষ্ঠানে বলেছেন, করোনা নিয়ন্ত্রনে আছে বলেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হয়েছে।

জুনিয়র কনসালট্যান্ট পদে নতুন নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের যোগদান অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, করোনা মোকাবেলায় বাংলাদেশ দক্ষতার পরিচয় দিয়েছে। অথচ বিশ্বের অনেক দেশ হিমশিম খেয়েছে। জানান, চলতি সেপ্টেম্বরে আরো দেড় কোটি ভ্যাকসিন আসবে দেশে । করোনা নিয়ন্ত্রণে আছে, এ নিয়ে বিএনপির সমালোচনারও জবাব দেন মন্ত্রী।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ    

EuroBanglaTimes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »