দেশের উন্নয়ন কাজ ব্যাহত হয় এমন কেউ যাতে ক্ষমতায় আসতে না পারে: প্রধানমন্ত্রী

ঢাকা: দেশের উন্নয়ন কাজ ব্যাহত হয় – এমন কেউ যাতে ক্ষমতায় আসতে না পারে, দেশবাসীকে সে ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নব নির্মিত পাঁচটি বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। দেশের সবাইকে বিদ্যুতের আওতায় আনতে সরকার কাজ করছে জানিয়ে সবাইকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হবার আহ্বানও জানান প্রধানমন্ত্রী।

বর্তমানে দেশে বিদ্যুতের স্থাপিত উৎপাদন ক্ষমতা প্রায় পঁচিশ হাজার মেগাওয়াট। সরকারের লক্ষ্য অনুযায়ী দুর্গম এলাকাসহ দেশের বেশিরভাগ মানুষের কাছেই পৌছে গেছে বিদ্যুতের সেবা।

বিদ্যুৎ উৎপাদন অগ্রগতির ধারাবাহিকতায় রবিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৭৭৯ মেগাওয়াট ক্ষমতার পাঁচটি কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উৎপাদন কেন্দ্রগুলো হলো- ৪০০ মেগাওয়াট ক্ষমতার বিবিয়ানা থ্রি, চট্টগ্রাম একশ মেগাওয়াট, মেঘনাঘাট ১০৪ মেগাওয়াট, বাগেরহাটে মধুমতি ১০০ মেগাওয়াট এবং সিলেটের ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রকে কম্বাইন্ড সাইকেল কেন্দ্রে উত্তরণ।

এসময় প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর সময়েই বিদ্যুৎ খাত উন্নয়নের পরিকল্পনা করা হয়েছে। বর্তমান সরকার ক্ষমতায় এসে সবার কাছে বিদ্যুৎ পৌছে দিতে ব্যাপক উন্নয়ন করেছে। তার সুফল মানুষ পাচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পুরো দেশে পৌছাতে না পারলে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই এ ব্যাপারে মনোযোগী হতে হবে।

অনুষ্ঠানে মুজিব শতবর্ষ উপলক্ষে বিদ্যুৎ বিভাগের হান্ড্রেট বিষয়ক প্রকশনার উম্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

EuroBanglaTimes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »