স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেট উন্নতিতে বিপিএল গুরুত্বপূর্ন, বলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। টুর্নামেন্টটি নিয়মিত ও নির্দিষ্ট সময়ে আয়োজনের উপর গুরুত্ব দিয়েছেন তিনি।
বিপিএলের অন্যতম ফ্র্যাঞ্চাইজি চিটাগং ভাইকিংসের সাবেক পৃষ্ঠপোষক, ডিবিএল গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ডিবিএল সিরমিকসের ব্র্যান্ড অ্যাম্বাসেড হয়েছেন সাকিব। চুক্তি সাক্ষর অনুষ্ঠানে সাকিব বলেন বিপিএল থেকে উঠে আসা ক্রিকেটাররা দেশের ক্রিকেটের জন্যই হবে ইতিবাচক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিবিএল গ্রুপের চেয়ারম্যান আব্দুল ওয়াহেদসহ অন্যারা। বিশ্বকাপে দলের প্রত্যাশা নিয়েও কথা বলেন সাকিব। ঘরের মাঠে দুটি সিরিজ জিতলেও, সেখানে রান কম ওঠায় বাংলাদেশের কোন ব্যাটসম্যানের দায় দেখছেন না সাকিব।
ডেস্ক/ইবিটাইমস/এমএইচ