ঢাকা: নিজ কার্যালয়ের গাড়ি কেনা বাতিল করে তা স্বাস্থ্যসেবায় খরচের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়, ২০২১-২২ অর্থবছরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুকূলে মোটরযান ক্রয়ে খাতে ১৫ কোটি টাকা বরাদ্দ করা হয়। সেই টাকা মানুষের স্বাস্থ্যসেবায় খরচ করতে দেয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়ন করতে এরইমধ্যে সংশ্লিষ্টদের চিঠি দিয়েছেন কার্যালয়ের মহাপরিচালক প্রশাসন মো. আহসান কিবরিয়া সিদ্দিকি।
প্রেসসচিব এহসানুল করিম জানান, করোনা ভাইরাস পরিস্থিতিতে মানুষের স্বাস্থ্যের বিষয়টিতে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঢাকা/ইবিটাইমস/এমএইচ