আফগানিস্তানে মেয়েদের পড়তে বাঁধা নেই: তালেবান

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে মেয়েদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়তে কোনো বাঁধা নেই, তবে হিজাব পরা বাধ্যতামূলক, জানিয়েছে তালেবান সরকার।

রবিবার দেশটির শিক্ষামন্ত্রী আবদুল বাকি হাক্কানী জানান, উচ্চ শিক্ষা লাভ করতে পারবে নারী শিক্ষার্থীরা। তবে লিঙ্গভেদ মেনেই তাদের ক্লাস করতে হবে।প্রেসিডেন্ট ভবনে নারী কর্মীদের কাজে যোগদানের আহ্বানের পরদিনই তালেবান সরকারের পক্ষ থেকে এ ঘোষণা এলো।

শিক্ষামন্ত্রী বলেন, নারীদের প্রতি ২০ বছর আগের দৃষ্টিভঙ্গি বদলাতে চায় তালেবান। তিনি চান, বিশ্বের যে কোন দেশের প্রতিযোগী হয়ে উঠুক আফগান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এদিকে, গত ২৯ আগস্ট সন্দেহভাজন আইএস সদস্যদের গাড়িতে মার্কিন সেনার ড্রোন হামলা ও একই পরিবারের ছয় শিশুসহ ১০ জন নিহতের ঘটনা নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে নিউইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্ট। বিস্ফোরক ভর্তি গাড়িটি বিমানবন্দরের দিকে যাচ্ছিল বলে দাবি পেন্টাগনের। তবে ঐ ঘটনার ভিডিও এবং প্রত্যক্ষদর্শী ও স্বজনসহ অন্তত একশ’ জনের সাক্ষ্য নিয়ে মার্কিন সংবাদ মাধ্যম দু’টি জানায়, নিহতদের কেউ জঙ্গি সংগঠন আইএসের সদস্য নয় এবং সেখানে অন্য কোন বিস্ফোরকও ছিল না। মার্কিন ড্রোন যে ভারী বস্তু গাড়িতে ওঠাতে দেখেছিল, সেগুলো ছিল মূলত পানির কনটেইনার।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

EuroBanglaTimes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »