রোম প্রতিনিধি: ইতালির রোমে আগামী ৩ ও ৪ অক্টোবর সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে দুই বাংলাদেশি বংশোদ্ভুত নারী কাউন্সিলর প্রতিদ্বন্দিতা করছেন। তারা হলেন, লায়লা শাহ ও জুমানা মাহমুদ।
তারা স্থানীয় কাউন্সিলর প্রার্থীদের বিপরীতে লড়বেন। ওয়ার্ডভিত্তিক নির্বাচনে অংশগ্রহণ করতে এরইমধ্যে তারা প্রচারণাও শুরু করেছেন।
লায়লা শাহ ৫ এবং জুমানা ৭নং মিউনিসিপিও থেকে ভোটযুদ্ধে অংশগ্রহণ করছেন। নির্বাচনে ভোটাররা ৫ ও ৭নং ওয়ার্ড ছাড়াও যেকোনো মিউনিসিপিও থেকে রোম সিটি নির্বাচনে কাউন্সিলর পদে তাদের ভোট দিতে পারবেন।
নারী উদ্যোক্তা লায়লা শাহ বলেন, বাংলাদেশি কমিউনিটির সমস্যাগুলো সমাধানের জন্য একটি শক্ত প্ল্যাটফর্ম দরকার। তাই ইতালির রাজনৈতিক প্ল্যাটফর্মে নিজেকে সম্পৃক্ত রেখে বাংলাদেশিদেরসহ অন্যান্য দেশের অভিবাসীদের সমস্যাগুলো সমাধানে কাজ করতে চান তিনি।
আরেক প্রার্থী রোমের তরভেরগাতা ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী জুমানা মাহমুদ জানান, ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের সমস্যার কথা ভেবেই তিনি রাজনীতিতে নেমেছেন। মূলধারার রাজনৈতিক প্ল্যাটফর্মে কাজ করলে বাংলা কমিউনিটির বিভিন্ন সমস্যার কথা সরকারের কাছে তুলে ধরতে সহজ হবে।
ডেস্ক/ইবিটাইমস/আরএন