নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের উচ্ছ্বাস

স্পোর্টস ডেস্ক: স্পিনার নাসুম আহমেদ ও পেসার মুস্তাফিজুর রহমানের বোলিং নৈপুন্যে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করলো স্বাগতিক বাংলাদেশ। বুধবার সিরিজের চতুর্থ ম্যাচে বাংলাদেশ ৬ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ডকে। সিরিজ নিশ্চিতের পাশাপাশি ৩-১ ব্যবধানে এগিয়েও থাকলো টাইগাররা।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ১৯ দশমিক ৩ ওভারে ৯৩ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেন উইল ইয়ং। জবাবে ৫ বল বাকী রেখে ৯৬ রান তুলে জয়ের স্বাদ নেয় বাংলাদেশ।

মাহাদি হাসানের পরিবর্তে বাংলাদেশের পক্ষে বোলিং শুরু করেন বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ। প্রথম ওভারের পঞ্চম বলে নিউজিল্যান্ডের ওপেনার রাচিন রবীন্দ্রকে বিদায় দেন নাসুম। দলীয় রানের খাতা খোলার আগেই  খালি হাতে ফিরতে হয় রবীন্দ্রকে।

পাওয়ার-প্লের সুবিধা নিতে মারমুখী হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন আরেক ওপেনার ফিন অ্যালেন। ইনিংসের দ্বিতীয় ওভারে সাকিব আল হাসানকে রিভার্স সুইপে পয়েন্ট দিয়ে ছক্কা মারেন অ্যালেন। পরের ওভারে নাসুমকে রিভার্স-সুইপে মারতে গিয়ে পয়েন্টে সাইফুদ্দিনের তালুবন্দি হন অ্যালেন। আউট হওয়ার  আগে ৮ বলে ১২ রান করেন তিনি। ১৬ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে নিউজিল্যান্ড। সেই চাপকে দূর করতে উইকেটে টিকে থাকার দিকে মনোযোগি হন লাথাম ও উইল ইয়ং। রানের জন্য তাড়াহুড়া না করে ধীরে ব্যাট করেন তারা। খেলার ১১তম ওভারের প্রথম বলে দলীয় ৫০ রানে পৌঁছায় নিউজিল্যান্ড। একই ওভারে লাথাম-ইয়ং জুটি ভেঙ্গে বাংলাদেশকে ব্রেক-থ্রু এনে দেন মাহেদি। স্টাম্পড আউট হবার আগে ২৬ বলে ২১ রান করেন নিউজিল্যান্ড অধিনায়ক লাথাম।

১২তম ওভারে পরপর দুই বলে নিউজিল্যান্ডের দুই উইকেট তুলে নেন নাসুম। ৭ বল ও ১ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে আবারো চাপে পড়ে নিউজিল্যান্ড। সেই চাপ থেকে দলকে উদ্ধার করার চেষ্টা করেন ব্যাটসম্যান ইয়ং ও টম ব্লান্ডেল। ২৩ বলে ২০ রান যোগ করার পর বিচ্ছিন্ন হন তারা। জুটিতে ৪ রান করা ব্লান্ডেলকে প্রথম শিকারে পরিনত করেন কাটার মাস্টার মুস্তাফিজ।

১৬তম ওভারের দ্বিতীয় বলে ব্লান্ডেলের পর পর ষষ্ঠ বলে  কোল ম্যাককঞ্চির উইকেট তুলে নেন মুস্তাফিজ। ইয়ংয়ের চেষ্টাকে থামিয়ে দিয়ে ইনিংসের শেষদিকে পাঁচ বলের ব্যবধানে নিউজিল্যান্ডের শেষ ৩ উইকেট তুলে নেন মুস্তাফিজ ও সাইফুদ্দিন। ফলে ৩ বল বাকী থাকতে মাত্র ৯৩ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। ৪৮ বলে ৫টি চার ও ১টি ছক্কায় সর্বোচ্চ ৪৬ রান করেন ইয়ং।

সিরিজ জয় নিশ্চিত করতে ৯৪ রানের লক্ষ্যে খেলতে নেমে তৃতীয় ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ৮ রানে আউট হন ওপেনার লিটন দাস আউট হন। এরপর সাকিবকে নিয়ে আরেক ওপেনার মোহাম্মদ নাইম রানের চাকা ঘুড়িয়েছেন। দ্রুত রান করছিলেন তারা। কিন্তু তাদের পথে বাঁধা হয়ে দাঁড়ান নিউজিল্যান্ডের স্পিনার আজাজ প্যাটেল।

ষষ্ঠ ওভারের তৃতীয় বলে সাকিবকে আউট করেন প্যাটেল। লাথামের হাতে স্টাম্পড হবার আগে ১টি চারে ৮ বলে ৮ রান করেন সাকিব। সাকিবের পর ৩ বল খেলে রানের খাতা খোলার আগেই প্যাটেলের ঘুর্ণিতে বোল্ড হন মুশফিক। ফলে কিছুটা খেই হারায় বাংলাদেশ।

এরপর অধিনায়ক মাহমুদুল্লাহকে নিয়ে দলের জয়ের পথ তৈরি করেন নাইম। দেখেশুনে খেলে স্কোরবোর্ডে রান জমা করেন দু’জনে। ১৪ ওভার শেষে বাংলাদেশের দলীয় সংগ্রহ দাঁড়ায় ৬৫ রান। এসময় আউট হন সেট ব্যাটসম্যান নাইম। ১টি করে চার-ছক্কায় ৩৫ বলে ২৯ রান করেন নাইম।

নাইমের বিদায়ের পর আফিফকে নিয়ে লক্ষ্যের দিকে ছুটতে থাকেন মাহমুদুল্লাহ। ধীর গতিতে এগুতে থাকায় জয়ের জন্য শেষ ৩ ওভারে ১৯ রান প্রয়োজন পড়ে বাংলাদেশের। ১৮তম ওভারে ৮ রান নেয় বাংলাদেশ। এতে শেষ ১২ বলে ১১ রানের দরকার পড়ে।

১৯তম ওভারের প্রথম বলে লং-অন দিয়ে ছক্কা হাঁকান মাহমুদুল্লাহ। বাকী বলগুলো থেকে আরও ৩ রান পায় টাইগাররা। ফলে শেষ ওভারে জিততে ২ রান দরকার পড়ে বাংলাদেশের। শেষ ওভারের প্রথম বলে বাউন্ডারি মেরে বাংলাদেশের জয় নিশ্চিত করেন মাহমুদুল্লাহ।  ৪৮ বলে ১টি চার ও ২টি ছক্কায় ৪৩ রানে অপরাজিত থাকেন মাহমুদুল্লাহ। ৬ রানে অপরাজিত থাকেন আফিফ।

আগামী ১০ সেপ্টেম্বর সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।

ডেস্ক/ইবিটাইমস/আরএন

EuroBanglaTimes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »