বদিউজ্জামানকে সভাপতি ও আবিদ খানকে সাধারণ সম্পাদক করে বার্লিন যুবলীগ কমিটি গঠন

হাবিবুর রহমান হেলাল, বিশেষ প্রতিনিধি,জার্মানঃ গঠন করা হলো বহুল প্রতিক্ষিত বার্লিন যুবলীগ কমিটি। আপাতত ৯ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ বদিউজ্জামান আর সভায় সর্ব সম্মতিক্রমে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আবিদ খান লিখন।

কমিটিতে অন্য ৭ সদস্যরা হলেন- শেখ রেদোয়ান, জাহিদুল রহমান বাপ্পী, মোঃ হাসান, আবিদুর রহমান আবিদ, ফয়সাল আহমেদ, মাহমুদুল হাসান এবং রাজন নিয়াজী। আপাতত ৯ সদস্য নিয়ে কমিটি গঠিত হলেও গঠনতন্ত্র অনুযায়ী আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি তৈরি করা হবে। এর আগে ৯ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেয় বার্লিন আওয়ামী লীগ।

এ উপলক্ষে বুধবার রাজধানী বার্লিনের প্রবাসী বাংলাদেশীর ব্যাবসায়ীর মালিকানাধীন ঐতিহ্যবাহী ম্যাক্সিকান রেস্টুরেন্টে ভ্যারাকুরুজে সংক্ষিপ্ত এক আলোচনা সভার আয়োজন করা হয়। বার্লিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর ই আলম সিদ্দীকির সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনায় সভাপতিত্ব করেন বার্লিন আওয়ামী লীগের সভাপতি মাসুদুর রহমান মাসুদ।

সভায় বক্তব্য রাখেন জার্মান আওয়ামী লীগের প্রতিষ্ঠা সদস্য আব্দুল মালেক, জার্মান আওয়ামী লীগের সাবেক সভাপতি মিজানুর হক খান, জার্মান আওয়ামী লীগের শীর্ষ নেত্রী নূরী খান, সংগঠনের শীর্ষ নেতা মোঃ শাহ আলম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আওয়াল খানসহ আরো অনেকে।

নির্বাচিত যুবলীগের সভাপতি বদিউজ্জামান ও সাধারণ সম্পাদক লিখন বলেন, আজ থেকে দলের শীর্ষ নেতারা যে গুরু দায়িত্ব তুলে দিয়েছেন সেটি তারা নিষ্ঠার সাথে আপোষহীনভাবে পালন করে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করার সাথে সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন।

এসময় শীর্ষ নেতারা বলেন ঐতিহ্যবাহী বার্লিন আওয়মী লীগকে শক্তিশালী করতে যুবলীগ প্রতিষ্ঠার কোন বিকল্প নাই। সবশেষে জার্মানি ও ইউরোপে বসবাসরত সর্বস্তরের প্রবাসীসহ দেশ ও দেশের মানুষের কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার করেন নবনির্বাচিত যুবলীগ কমিটি।

জার্মান/ইবিটাইমস/এম আর

EuroBanglaTimes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »