ঢাকা: আগামী মাসে দেশের দুই কোটি মানুষকে করোনার টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
মঙ্গলবার সন্ধ্যায় মানিকগঞ্জে পৌর আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা জানান।
জাহিদ মালেক বলেন, ‘করোনাকালে দেশের মানুষকে কীভাবে ভালো রাখা যায়, সেই চেষ্টা করছি। বর্তমানে দেশে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর হার কমে গেছে। অনেক দেশের তুলনায় আমরা ভালো আছি। এই ভালোটাকে ধরে রাখার জন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং টিকা নিতে হবে।’
ঢাকা/ইবিটাইমস/এমএইচ