ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্ঠামী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টায় স্থানীয় মদন মোহন আখড়াবাড়ি মিলনায়তনে আলোচনা সভায় বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ১৪দলের সমন্বয়ক জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু-এমপি ভাচুর্য়ালী প্রধান অতিথি ছিলেন।
জেলা পুজা উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ অসীম কুমার সাহার সভাপতিত্বে পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সরদার মোঃ শাহ আলম, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. খান সাইফুল্লাহ পনির, উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার ও হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি এ্যাড. অমল চন্দ্র দাস বিশেষ অতিথি ছিলেন। অন্যদের মধ্যে স্বাগত বক্তব্য রাখেন জেলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তরুণ কর্মকার। আলোচনা সভায় বিভিন্ন এলাকা থেকে হিন্দু সম্প্রদায় কয়েকশত নারী পুরুষ অংশগ্রহণ করেছে।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আমির হোসেন আমু বলেছেন, শ্রী কৃষ্ণের জন্মের মধ্য দিয়ে মানবতা, দেশপ্রেম ও মানুষে মানুষের মধ্যে সৌহার্দ্য এবং দুষ্টের দমন হয়েছে। বাংলাদেশ ধর্ম নিরপেক্ষ দেশ, এই দেশে ধর্ম যার যার উৎসব সবার এই সাম্প্রদায়ীক সম্প্রীতি বজায় রেখে দেশ পরিচালিত হচ্ছে। কিন্তু বিভিন্ন সময় কিছু উগ্রবাধি গোষ্ঠি সাম্প্রদায়ীক সম্প্রীতিকে কুলশিত করছে। কিন্তু তারা সফল কাম হয়নি।
বাধন রায়/ইবিটাইমস