ঝালকাঠিতে মাত্রাতিরিক্ত অটো, জন জীবন অতিষ্ঠ

নিজস্ব সংবাদদাতা: ঝালকাঠিতে দিন দিন অটো রিক্সার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। শহরের ধারণ ক্ষমতার মাত্রাতিরিক্ত এই পরিবহন চলাচল করায় শহরের প্রাণকেন্দ্র গুলোতে যানজট বৃদ্ধি এবং মানুষের স্বাভাবিক চলাচল বাধাগ্রস্থ হচ্ছে। ছোট শহর নেই কোন ফুটপাত হঠাৎ দেখলে মনে হবে নাগরিকের চেয়ে অটোর সংখ্যা বেশি। এ পরিস্থিতি মানুষের মধ্যে বিরক্তিকর ও বিড়ম্বনা সৃষ্টি করছে। ঝালকাঠি শহরে সর্বাধিক ৪৫০ এই অটো রিক্সা চলাচলে জন্য উপযুক্ত। পৌরসভা থেকে নিবন্ধন নেয়া অটোর তুলনায় অনিবন্ধনকৃত অটোর সংখ্যা প্রায় দ্বিগুণ। অটোর পাশাপশি রিক্সা তুলনামূলক কম রয়েছে।

এ কারণে ঝালকাঠি শহরের প্রধান মোড়গুলো, ফায়ার সার্ভিস, সাধনার মোড়, সদর চৌমাথা, চাদকাঠি চৌমাথাসহ প্রধান প্রধান সড়কগুলোতে সকাল থেকে যানজট লেগেই থাকে। এই সমস্যা নিরসনে কর্তব্যরত ট্রাফিকদের হিমশিম খেতে হয় এবং কখনো কখনো ঢাকার মতো যানজট ২০-২৫ মিনিট ধরে থাকে, যাত্রীসহ অন্যান্য পরিবহনগুলোও এই সময় দূর্ভোগ পোহাতে হয়। এ নিয়ে পৌরসভার কোন উদ্যোগ পরিলক্ষিত হয়নি। বিশেষ করে ইতোপূর্বে জেলা প্রশাসনের সভায় এ বিষয়গুলো  আলোচিত হয়েছে এবং পৌরসভাকে নিয়ন্ত্রণ করার নিদের্শনা দেয়া হলেও কার্যকর হয়নি।

বাধন রায়/ ইবিটাইমস

EuroBanglaTimes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »