ঝালকাঠি প্রতিনিধি: মাছের পোনা অবমুক্তরণ, সফল মৎস খামারীদের সম্মাননা ও ক্রেষ্ট বিতরন, আলোচনাসভাসহ নানা আয়োজনে ঝালকাঠিতে জাতীয় মৎস সপ্তাহ শুরু হয়েছে।‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে এউপলক্ষে রোববার সকাল সাড়ে ১০ টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে ভাচুর্য়ালি সংযুক্ত থেকে সপ্তাহ ব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন ১৪ দলের সমন্বায়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি। এসময় তিনি বলেন, দেশের অর্থনীতির চাকা স্বচল এবং গ্রামীন অর্থনীতিকে সমৃদ্ধ করতে মৎস সম্পদ গুরুত্বগূর্পণ অবদান রাখছে। অসাধু মৎস শিকারীদের কারনে দিন দিন প্রাকৃতিক উৎসের দেশীয় মাছ হারিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এ চাষে বেশি করে যুবসমাজকে সম্পৃক্ত করতে পারলে একদিকে তাদের আর্থ সামাজিক আবস্থার উন্নয়ন হবে অন্যদিকে দেশে বৈদেশিক মুদ্রা অর্জনের পথ সুগম হবে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারন সম্পাদক এ্যাড. খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, জেলা মৎস কর্মকর্তা রিপর কান্তি ঘোষ প্রমুখ বক্তব্য রাখেন। পরে উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। ঝালকাঠি জেলা প্রশাসন ও মৎস অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে।
অন্যদিকে ঝালকাঠি জেলার ৪টি উপজেলায় মৎস্য সম্পদ উন্নয়নে গৌরভময় ভূমিকার জন্য আটজন খামারী, খাদ্য ও ফুড মিলসকে ক্রেস্ট এবং সনদপত্র প্রদান করা হয়েছে। ঝালকাঠিতে মৎস সপ্তাহ উপলক্ষ্যে রবিবার উদ্বোধনী অনুষ্ঠানে এদেরকে এই সম্মাননা প্রদান করা হয়েছে।
ক্রেস্ট প্রাপ্তরা হচ্ছে কাব জাতীয় পাবদা মাছ চাষের জন্য ঝালকাঠি সদর উপজেলার মোঃ শহিদুল ইসলাম ও কার্ব জাতীয় মাছের পোনা উৎপাদনের জন্য মোঃ ইউনুস আলী হাওলাদার ও মালুদাস। গুণগত মানসম্পন্ন নিরাপদ খাদ্য উৎপাদনের ঝালকাঠি নলছিটি সুগন্ধা ফিড মিলস এর প্রোপ্রাইটর জিল্লুর রহমান খান, গুণগত মানসম্পন্ন মাছের রেনুপোনা উৎপাদনে মোঃ বশিরুজ্জামান কাব জাতীয় মাছ চাষের জন্য নলছিটি মোঃ নুরু হাওলদার, কাঠালিয়া উপজেলার মোঃ মানিক মোল্লা এবং রাজাপুর উপজেলার মোঃ ইলিয়াস উদ্দিন।
বাধন রায়/ ইবিটাইমস/এম আর