ঢাকা: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমরা আশা করছি আগামী অক্টোবরের মাঝামাঝিতে বিশ্ববিদ্যালয় খুলে দিতে পারব। এ ছাড়াও ঝুঁকি না নিয়ে স্কুল খোলার বিষয়ে আগামী সপ্তাহে জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে আলোচনায় বসে সিদ্ধান্ত নেওয়া হবে।
শুক্রবার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) গাজীপুর ক্যাম্পাসে অনুষ্ঠিত ‘বঙ্গমাতার জীবনাদর্শ, অনুপ্রেরণা ও আত্মত্যাগ’ শীর্ষক আলোচনায় যোগ দিয়ে সাংবাদিকদের এ কথা বলেন শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আগামী একমাসের মধ্যে ১৮ বছরের বেশি বয়সী বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের অর্থাৎ যাদের টিকা দেয়া যাবে তাদের টিকা দেওয়ার কাজ সম্পন্নের চেষ্টা করছি। টিকা দেওয়ার পর ইমিউনিটি একটা পর্যায়ে আসতে সপ্তাহ দুয়েক সময়ের প্রয়োজন হয়। এরপর আমরা আশা করছি অক্টোবরের মাঝামাঝিতে বিশ্ববিদ্যালয় খুলে দিতে পারব।
শিক্ষামন্ত্রী জানান, ‘বিজ্ঞানসম্মতভাবে’ সংক্রমণের হার ৫ শতাংশের নিচে নামলে তখন শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা। তবে বর্তমান পরিস্খিতিতে কীভাবে স্কুল খোলা যায়, সেজন্য সব বিষয় বিবেচনায় নেওয়া হচ্ছে।
দীপু মনি বলেন, তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের বিষয়টি আছে। নানান রকম সমস্যা আছে। সবকিছু বিবেচনায় নিয়ে আমরা জাতীয় পরামর্শক কমিটির সাথে আবার সামনের সপ্তাহে বসব এবং ঠিক কত শতাংশে নামলে আমরা খুব বড় ঝুঁকি না নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারব, এটা বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে সেই পর্যন্ত অপেক্ষা করব।
ঢাকা/ইবিটাইমস/এমএইচ