আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ পেয়েছেন ইসমাইল সাবরি ইয়াকুব। পূর্ববর্তী সরকারের পতনের পর “সংবিধান অনুযায়ী” মালয়েশিয়ার রাজা আল সুলতান আবদুল্লাহ শুক্রবার তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন।
রাজপ্রাসাদের এক বিবৃতিতে এই নিয়োগের ঘোষণা দিয়ে বলা হয়, ইসমাইল সাবরি সংখ্যাগরিষ্ঠ আইন প্রণেতাদের সমর্থন পেয়েছেন।
ইসমাইল সাবরি দেশটির সর্বশেষ প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিনের স্থলাভিষিক্ত হবেন। মহিউদ্দিন গত সোমবার পদত্যাগ করেছিলেন। প্রাসাদের দেওয়া বিবৃতিতে বলা হয়, নতুন প্রধানমন্ত্রী নিয়োগের সঙ্গে সঙ্গে দেশের রাজনৈতিক সংকট শেষ হবে বলে আশা করা হচ্ছে।
ডেস্ক/ইবিটাইমস/এমএইচ