ঢাকা: জাপান থেকে আরও সাত লাখ ৮১ হাজার ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা আসছে রবিবার। এরইমধ্যে টিকা বহনকারি বিমান ঢাকার উদ্দেশ্যে পাঠানো হয়েছে। আগামীকাল বিকেলে সেগুলো ঢাকায় পৌঁছাবে বলে জানা গেছে।
শুক্রবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এক ফেসবুক পোস্টে এ তথ্য উল্লেখ করেছেন।
এর আগে, গত ৩ আগস্ট জাপান থেকে পাঠানো অ্যাস্ট্রাজেনেকা টিকার ছয় লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ ঢাকায় এসে পৌঁছায়।
কোভ্যাক্সের আওতায় জাপানের বাংলাদেশকে ৩০ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা সরবরাহ করার কথা। এরইমধ্যে তিন চালানে জাপান বাংলাদেশে মোট ১৬ লাখ ৪৩ হাজার ৩০০ ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা পাঠিয়েছে।
ঢাকা/ইবিটাইমস/এমএইচ