ঢাকাঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে সরকার। বরিশালের ঘটনায় সেটিই প্রমাণিত হয়েছে। দেশের অবস্থা পাকিস্তানের চেয়েও খারাপ বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারতে যান দলটির নেতা-কর্মীরা। সাথে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতারা।
বিএনপির কর্মসূচিতে পুলিশের বাঁধা ও নেতা-কর্মীদের হয়রানীর অভিযোগ করেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বরিশালে সরকার দলীয় নেতা-কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের বিষয়েও কথা বলেন, বিএনপি মহাসচিব। বলেন, সরকার দেশটাকে সন্ত্রাসের জনপদে পরিনত করেছে। তাই সরকার সমর্থক ও প্রশাসন নিজেদের মধ্যে মারামারি শুরু করেছে।
করোনার দ্বিতীয় ডোজের টিকা নেয়ার পর বেগম খালেদা জিয়া স্বাভাবিক আছেন বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঢাকা/ইবিটাইমস/আরএন