পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী ডেইরি ফার্ম এসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১৮ আগষ্ট) উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের হল রুমে এক সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়।
ঘোষিত কমিটিতে মো সাগর মাহমুদ সভাপতি ও আবদুস সালাম আরিফকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। কমিটির অন্যরা হলো, সহ সভাপতি মোসা তাসলিমা বেগম, সহ সভাপতি সুলতান হাং, সহ সভাপতি মো হাবিবুর রহমান, সহ সাধারণ সম্পাদক মাসুম মৃধা, সহ সাধারণ সম্পাদক মো আল আমিন সরদার, সাংগঠনিক সম্পাদক মো আবুল কালাম আজাদ, কোষাদক্ষ মো আনিসুর রহমান, প্রচার সম্পাদক আল আমিন মাতব্বর, দপ্তর সম্পাদক মাহবুবুর রহমান।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো আনোয়ার হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নিতাই চন্দ্র। এছাড়া জেলার সকল পর্যায়ের ডেইরি ফার্মের খামারীরা সভায় উপস্থিত ছিলেন।
সালাম আরিফ/ইবিটাইমস/আরএন