নিউজ ডেস্কঃ ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস, উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদ ভিয়েনা অষ্ট্রিয়ার পক্ষ থেকে দুই দিনব্যপী জাতীয় শোক দিবস পালন করার সিদ্ধন্ত হয় ।
১৩ই আগস্ট শুক্রবার, মসজিদে নূর -এ- মদিনাতে ( Vienna A- 1200 ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকল সদস্যের রুহের মাগফেরাত কামনা করে জুম্মার নামাজ শেষে এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করাহয়। উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি রবিন মোঃ আলী সংগঠনের নেতৃবৃন্দ এবং অষ্ট্রিয়া আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ । দোয়া মাহফিল শেষে তবারক বিতরন করা হয়। সভাপতি সবাইকে ধন্যবাদ দিয়ে দোয়া মাহফিলের সমাপ্তি ঘোষণা করেন।
১৫ই আগস্ট, দ্বিতীয় দিনের কমসূচি:
বঙ্গবন্ধু পরিষদ ভিয়েনা অষ্ট্রিয়ার উদ্যোগের যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস পালন করা হয় দিবসটি উপলক্ষে রবিবার বিকেলে রাজধানী ভিয়েনার Restaurant, Colala, Engerthstrasse 159,1020 Vienna, হলরুমে. বিকাল ৫.৩০মিনিটে সূচনা হয় জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সবাইকে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পবিএ কোরআন থেকে তেলাওয়াতের করেন মোঃ আলী ইউসুফ এবং দাড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।শোক সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু পরিষদ ভিয়েনা অস্ট্রিয়ার সভাপতি রবিন মোঃ আলী, অনুষ্ঠান পরিচালনা করেন সাধারন সন্পাদক বিকাশ ঘোষ ।
জাতির পিতার বণাঢ্য রাজনৈতিক ও কমজীবনের উপর আলোচনা করেন, জাতির জনকের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা ও গভীর শোক প্রকাশ করে সভায় রবিন মোঃ আলী বলেন, ‘স্বাধীনতার প্রাণপুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে। কিন্তু তার আদর্শ সদা জীবন্ত। যা বাঙালিদের নিরন্তর জাগ্রত ও উজ্জীবিত রেখেছে। জিয়া বঙ্গবন্ধুর মৃত্যুর সংবাদ শুনে রাষ্ট্রের দায়িত্ব পালন না করে তিনি বলেছিলেন কি হয়েছে? ভাইস প্রেসিডেন্ট যিনি আছেন তিনি দায়িত্ব পালন করবেন। জেনারেল জিয়ার বিভিন্ন কর্মকাণ্ড প্রমাণ করে তিনি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। হত্যাকারিরা এখনো কাজ করে যাচ্ছে। আমাদের বিপদ এখনো শেষ হয় নাই, আমাদেরকে সতর্ক থাকতে হবে। মাননীয় প্রধানমন্তী ও সভানেএী শেখ হাসিনার যে কোনো কমসূচি বাস্তবায়ন করতে হবে, সভানেএী শেখ হাসিনর হাতকে শক্তিশালী করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান ।
সভার প্রধান অতিথি কাউন্সিলর মিস্টার এন্ড গ্রাফ, বলেন এরকম হত্যাকাণ্ড আমি কখনো শুনিনি এবং দেখিনি, বিশেষ অতিথি অস্ট্রিয়া ইন্টারন্যশনাল কালচারাল অ্যাসোসিয়েশনের সভাপতি মিসেস এফা জামান বলেন, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী এবং স্মৃতিচারন করতে হবে অষ্ট্রিয়াতে, ম্যানফ্রেড অ্যানরেটার সভাপতি সাগরমাথা নেপালী স্পোর্ট ক্লাব অস্ট্রিয়া, প্রধান বক্তা বীর মুক্তিযুদ্ধা নিরঞ্জন হাওলাদার বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুসহ সব শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছি, আপনারা খেয়াল রাখবেন এরকম হত্যাকাণ্ড আর না ঘটে।সহ সভাপতি মানিক চৌধুরী, সাংস্কৃতিক সণ্পাদিকা নুসরাত সুলতানা মিষ্টি, যুগ্ন সাধারন সন্পাদক মোহাম্মদ নূর, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিশ্বজিৎ ঘোষ, সাধারন সন্পাদক বিকাশ ঘোষ মূল্যবান বক্তব্য রাখেন এবং আরো অনেকেই বক্তব্য রাখেন ।
জতির পিতা সহ অন্যান্য শহীদদের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় অনুষ্ঠান শেষে খুব সন্মানের সাথে আপ্যায়ন করা হয়।
নি ডে/ ইবিটাইমস