চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অভিযান চালিয়ে আন্তঃজেলা সোনা চোরাচালান চক্রের তিন সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় তাদের একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে প্রায় আড়াই কেজি সোনার গহনা উদ্ধার করা হয়। জব্দ করা হয় প্রাইভেটকারটি।
বুধবার বিকেল ৩ টার দিকে আলমডাঙ্গা উপজেলার বন্ডবিল গেইট নামক স্থানে অভিযান চালায় পুলিশ।
আটককৃতরা হলেন- প্রাইভেট কারের মালিক চুয়াডাঙ্গার দর্শনা থানার শ্যামপুর গ্রামের নুর ইসলামের ছেলে মোহাম্মদ বাপ্পী (৩০), চুয়াডাঙ্গা পৌর এলাকার বনানী পাড়ার রিপন হোসেনের ছেলে সম্রাট হোসেন (২১) ও মাদারীপুর জেলার সদর উপজেলার জালালপুর গ্রামের বাবু হাওলাদারের ছেলে সুমন হাওলাদার (৩৫)। আটককৃতরা সবাই আন্তঃজেলা সোনা চোরাচালান চক্রের সক্রিয় সদস্য।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, ভারত সীমান্তবর্তি দর্শনা থেকে সোনার একটি চালান ঢাকার উদ্দ্যেশে রওনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা শহরের গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থান নেয় পুলিশ। সে অনুযায়ী পুলিশের একটি দল (ঢাকা মেট্রো- গ ১৭-৮৩৩২) প্রাইভেটকারের পিছু নেয়। পরে আলমডাঙ্গা-চুয়াডাঙ্গা সড়কের বন্ডবিল গেইট নামক এলাকায় গাড়িটি থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় চালকের সিটের পেছনে বাঁশপাতা রঙের মোটা কাগজ ক্রসটেপ দিয়ে মোড়ানো ৬ টি বান্ডেলের ভেতর থেকে -হাতের স্বর্ণের বালা, নেকলেছ, আংটি, কানের দুলসহ বিভিন্ন ধরণের স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। যার ওজন প্রায় আড়াই কেজি।
চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক জানান, আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করা হবে।
সাকিব হাসান /ইবিটাইমস/এম আর