ঢাকা: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। বুধবার রাজধানীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে বিকেল ৪টা ১২ মিনিটে খালেদা জিয়া এ টিকা নেন।
এসময় হাসপাতালটির সামনে ভীড় করেন বিএনপির অসংখ্য নেতা-কর্মী।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ১০ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হন। ২৭ এপ্রিল তাঁকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ৫৪ দিন পর ১৯ জুন তিনি গুলশানের বাসায় ফেরেন। একমাস পর ১৯ জুলাই তিনি করোনা টিকার প্রথম ডোজ নেন।
ঢাকা/ইবিটাইমস/এমএইচ