চন্দ্রিমা উদ্যানে পুলিশ-বিএনপি ধাওয়া-পাল্টাধাওয়া, গুলি

ঢাকা: চন্দ্রিমা উদ্যানে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় পুলিশ কাঁদানে গ্যাস ও গুলি নিক্ষেপ করে বলে অভিযোগ করেছে বিএনপি। সংঘর্ষে নবগঠিত ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব ও সাবেক ফুটবলার আমিনুল হক গুলিবিদ্ধ হন। ।এছাড়া আহত হন বিএনপির বেশ কয়েকজন নেতা-কর্মী। অন্যদিকে, বিএনপি নেতাকর্মীরা ইট-পাটকেল ছুড়েছে বলে অভিযোগ করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল ১১টার দিকে নেতাকর্মীরা দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে বিএনপির নবগঠিত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কমিটির নেতাকর্মীরা শ্রদ্ধা জানাতে গেলে এই ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

বিএনপির নেতারা অভিযোগ করেছেন, বিনা কারণে পুলিশ তাদের ওপর হামলা চালিয়েছে। ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেন, কোনো নেতাকর্মীকে জিয়াউর রহমানের কবরের আশপাশে অবস্থান করতে দিচ্ছিল না পুলিশ। আমরা অনুমতি নিয়েই এখানে এসেছি। এ সময় তিনি নিজেও গুলিবিদ্ধ হওয়ার দাবি করেন।

আমান উল্লাহ আমান অভিযোগ করে বলেন, পুলিশ সম্পূর্ণ বিনা উসকানিতে নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। প্রথমে ধাওয়া দিয়ে লাঠিপেটা করেছে। পরে টিয়ার শেল ও গুলি করে।

পুলিশের অভিযোগ, বিএনপি নেতাকর্মীরা ইট-পাটকেল ছুড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা ব্যবস্থা নিয়েছে। ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা বলেন, পুলিশ কাউকে ধাক্কাও দেয়নি, বাধাও দেয়নি। কিন্তু বিএনপির নেতৃবৃন্দের যারা ফুল দিতে আসার কথা, তারা আসার আগেই কিছু উশৃঙ্খল লোকজন পাঠিয়ে দিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছেন।

এদিকে, মঙ্গলবার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্ঝামান খান বলেন, বিএনপির নেতা-কর্মীরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে পুলিশ অ্যাকশনে যায়। অরাজক পরিস্থিতি সৃষ্টি করলে পুলিশ বসে থাকতে পারেনা বলেও মন্তব্য করেন তিনি।

ঢাকা/ইবিটাইমস/আরএন

EuroBanglaTimes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »