হবিগঞ্জ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ আগষ্ট) বিকাল ৪ টার দিকে ঢাকা-সিলেট রেল লাইনের শায়েস্তাগঞ্জ উপজেলার খোয়াই নদীর ব্রিজের উপরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অজ্ঞাতনামা ওই নারী খোয়াই ব্রিজ পার হওয়ার জন্য মধ্য ব্রিজে গেলে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে রেলওয়ে ফাড়িতে নিয়ে যায়। শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আই সি) হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করিছি। এখনো নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
মোতাব্বির কাজল/ইবিটাইমস/আরএন