চট্টগ্রাম প্রতিনিধি: সোমবার (১৬ আগস্ট) থেকে চট্টগ্রামে পুনরায় টিকা কার্যক্রম শুরু হচ্ছে। এদিন প্রথম ডোজ হিসেবে সিনোফার্মার টিকা এবং দ্বিতীয় ডোজ হিসেবে মডার্নার টিকা প্রদান করা হবে। তবে এক্ষেত্রে শুধু নির্দিষ্ট দিনের জন্য এসএমএস প্রাপ্তদের টিকা প্রদান করা হবে। তাই এসএমএস পাওয়া ছাড়া কাউকে টিকা কেন্দ্রে যেতে নিষেধ করেছে কর্তৃপক্ষ।
রবিবার সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে টিকা সংকটের কারণে গত বৃহস্পতিবার (১২ আগস্ট) থেকে চট্টগ্রাম নগরীতে টিকা প্রদান কার্যক্রম বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এরপর গত তিন দিন কাউকে প্রথম ডোজ দেওয়া হয়নি। তবে এ সময় অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ প্রদান কার্যক্রম অব্যাহত ছিল।
সিভিল সার্জন বলেন, ১৬ আগস্ট থেকে চট্টগ্রাম মহানগরীতে ভ্যাকসিন কার্যক্রম পুনরায় শুরু হবে। শুধু নির্দিষ্ট তারিখের এসএমএস প্রাপ্তদের বিভিন্ন কেন্দ্রে ভ্যাকসিন প্রদান করা হবে। প্রথম ডোজ হিসেবে নিবন্ধনকারীরা পাবেন সিনোফার্মের টিকা। আর যারা এর মধ্যে মডার্নার প্রথম ডোজ নিয়েছেন তাদের মডার্নার দ্বিতীয় ডোজ টিকা প্রদান করা হবে।
ইবিটাইমস/আরএন