নেছারাবাদে অভিমানে কলেজ ছাত্রীর আত্মহত্যা

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নেছারাবাদে স্মার্ট ফোন কিনে দিতে না পারায় পরিবারের সাথে অভিমান করে দীপা মালী (১৮) নামে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। রোববার (১৫ আগষ্ট) উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের শশিদ গ্রামে মালি বাড়ীতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

দীপা শেখেরহাট কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী। সে শশিদ গ্রামের মৃত দীনেষ মালীর মেয়ে।

চাচা সাগর মন্ডল জানান, দীপারা খুবই গরীব। কলেজের এ্যাসাইনমেন্টের জন্য পরিবারের সদস্যদের একটা ফোন কিনে দিতে বলছিলো। রোববার সকালে দীপার মা ও ভাই জমিতে কাজে যায়। পরে দশটার দিকে ফিরে এসে দীপাকে ঘরের ভেতরে ওড়না পেচানো অবস্থায় ঝুলন্ত পান।

করোনাকালিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় কলেজের এ্যাসাইনমেন্ট জমা দেয়ার জন্য দীপা ফোনের জন্য মা-ভাইকে বলে আসছিল। তার পরিবার খুবই অভাবি হওয়ায় ফোন কিনে দিতে পারএনি। শনিবার রাতে ফোনের জন্য পরিবারকে চাপ দেয়। এতে তার মা তাকে গালমন্দ করে ফোন দিতে পারবেনা বলে জানিয়ে দেয়। রোববার সকালে দীপার মা ঘর থেকে কাজে বের হয়। সকাল দশটার দিকে ঘরে এসে তারা দীপাকে ওড়না পেচানো অবস্থায় ঝুলন্ত পান।

নেছারাবাদ থানার ওসি (তদন্ত) মো: সোলাইমান মেয়েটির মায়ের বরাত দিয়ে জানান, মেয়েটির পরিবার খুবই গরীব। সে স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী। কলেজে তার পরীক্ষার এ্যাসাইনমেন্টের জন্য শনিবার রাতে মাকে ফোন কিনে দেয়ার জন্য বলেছিল। তার মা ফোন কিনে দিতে না পারার বিষয়টি জানিয়ে দেয়। সকালে ঘুম থেকে উঠে তার মা জমির ক্ষেতে কাজে চলে যায়। সেখান থেকে ফিরে দীপাকে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

লাহেল মাহমুদ/ইবিটাইমস/আরএন

EuroBanglaTimes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »