স্পোর্টস ডেস্ক: জার্মানির কিংবদন্তি ফুটবলার জার্ড মুলার মারা গেছেন। সাবেক এই ফুটবলারের ক্লাব বায়ার্ন ৭৫ বছর বয়েসী মুলারের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
সংবাদ মাধ্যম রয়টার্স জানায়, রোববার জার্মানির স্থানীয় সময় সকালে এই কিংবদন্তির মৃত্যু হয়।
১৯৭০ বিশ্বকাপে জার্মানির হয়ে সর্বোচ্চ ১০ গোল করে গোল্ডেন বুট জেতেন মুলার। ১৯৭৪ বিশ্বকাপের ফাইনালে তার গোলেই চ্যাম্পিয়ন হয় পশ্চিম জার্মানি। জার্মানির ৬২ আন্তর্জাতিক ম্যাচে ৬৮ গোল আছে তার। ব্রাজিলের রোনাল্ডো (১৬) ও জার্মানির মিরোস্লাভ ক্লোজার (১৬) পর তিনিই বিশ্বকাপের তৃতীয় সর্বোচ্চ (১০) গোলদাতা।
ক্লাব ফুটবলেও ভীষণ সফল ছিলেন মুলার। ‘দ্য বোম্বার’ নামে পরিচিত স্ট্রাইকার করেন ৬৫০ গোল। মাঠে নেমেই গোল করায় দক্ষতার জন্য তাকে ডাকা হতো ‘দা গ্রেটেস্ট গোলস্কোরার’।
বায়ার্ন মিউনিখের হয়ে আলো ছড়ানো এই কিংবদন্তির প্রয়াণে শোক বার্তা দিয়েছে জার্মানির জায়ান্ট ক্লাবটি। বায়ার্ন সভাপতি হারবের্ট হেইনার এক বিবৃতিতে বলেন, ‘আজ বায়ার্ন ও ভক্তদের জন্য শোকের দিন, কালো দিন। জার্ড মুলার ছিলেন শ্রেষ্ঠ একজন স্ট্রাইকার, মানুষ হিসেবে তিনি ছিলেন অনন্য।’
ডেস্ক/ইবিটাইমস/আরএন