স্পোর্টস ডেস্ক: ক্রিকেট ইতিহাসে গেল ৭০ বছরের মধ্যে টেস্টে এক ইনিংসে সবচেয়ে বেশি বয়সী পেসার হিসেবে পাঁচ উইকেট নেয়ার বিরল রেকর্ড গড়লেন ইংল্যান্ডের অভিজ্ঞ বোলার জেমস এন্ডারসন।
শুক্রবার লর্ডস টেস্টে ভারতের বিপক্ষে ২৯ ওভারে ৬২ রানে ৫ উইকেট নেন এন্ডারসন। ৩৯ বছর ১৪ দিনে টেস্টের এক ইনিংসে পাঁচ উইকেট শিকার করে সবচেয়ে বেশি বয়সী পেসার হিসেবে নিজের নাম লেখান তিনি।
সর্বশেষ ১৯৫১ সালে দক্ষিণ আফ্রিকার জিওফ চাব পেসার হিসেবে ৫ উইকেট নিয়েছিলেন। তখন চাবের বয়স হয়েছিলো ৪০ বছর ৮৬ দিন।
ডেস্ক/ইবিটাইমস/এমএইচ