ঢাকা: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আজ আরো ১৭৮ জন মারা গেছে। এনিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা ২৩ হাজার ৯৮৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘গত ২৪ ঘন্টায় ৩৩ হাজার ৩৩০ টি নমুনা পরীক্ষা করা হয় এবং নতুন করে ৬ হাজার ৮৮৫ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে।দেশে করেনাভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পেয়ে ২৩ হাজার ৯৮৮ জনে দাঁড়াল এবং মোট আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়াল ১৪ লাখ ১২ হাজার ২১৮ জনে।
গত ২৪ ঘন্টায় আরো ৭ হাজার ৮০৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে বাড়ি ফেরায় মোট সুস্থ হওয়া ব্যক্তির সংখ্যা বৃদ্ধি পেয়ে ১২ লাখ ৮১ হাজার ৩২৭ জনে দাঁড়িয়েছে।
ঢাকা/ইবিটাইমস/আরএন/এমএইচ