ফ্রান্সের উত্তরাঞ্চল থেকে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশের চেষ্টার সময় এই দুর্ঘটনা ঘটে
ইউরোপ ডেস্কঃ আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি,জার্মানির ডয়েচে ভেলে এবং অভিবাসন নিয়ে পোর্টাল ইনফোমাইগ্রেন্টস বাংলা জানিয়েছেন ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করতে গিয়ে নৌকাডুবির ঘটনায় একজন অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছেন৷ নৌকাডুবির এ ঘটনায় ৪০ জনকে উদ্ধার করা হয়েছে।
সংবাদমাধ্যমগুলোতে বলা হয়, বৃহস্পতিবার ফ্রান্সের ক্যালে শহর থেকে ২৪ কিলোমিটার দূরে ইংলিশ চ্যানেলে অভিবাসনপ্রত্যাশীদের একটি নৌকা বিপজ্জনক অবস্থায় পাড়ি দিচ্ছিল৷ এ সময় নৌকাটি পানিতে ডুবে গেলে অভিবাসনপ্রত্যাশীদের অনেকেই সাগরে ভাসছিলেন৷
বিপদের সংকেত পেয়ে ফ্রান্সের নৌবাহিনী ও বেলজিয়ামের বিমানবাহিনীর সদস্যরা অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধারে এগিয়ে যায়৷ সেসময় তারা সমু্দ্রে ভাসমান একজন অভিবাসনপ্রত্যাশীকে অচেতন অবস্থায় উদ্ধার করে৷ পরে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে তাকে নিকটবর্তী ক্যালে শহরের একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান৷
নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যদের সাথে দুটি মাছ ধরার নৌকাও উদ্ধারকাজে যোগ দেয় এবং ৪০ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করে৷ ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশের ঘটনার সংখ্যা বাড়ছে৷ সাগর পাড়ি দিতে গিয়ে প্রায়ই নৌকাডুবির ঘটনা ঘটেছে। তার আগে গত বুধবার এমন আরেক অভিযানে একশজন অভিবাসনপ্রত্যাশীকে বিপজ্জনক অবস্থা থেকে উদ্ধার করা হয়েছিল।
সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, চলতি বছর দশ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশী ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করেছে৷
অন্যদিকে আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৯৫১ জন এবং ১ জন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। রাজধানী ভিয়েনায় আজ নতুন করে সংক্রমিত শনাক্ত হয়েছেন ২৭২ জন। অন্যান্য রাজ্যের মধ্যে OÖ রাজ্যে ১৫৯ জন, NÖ রাজ্যে ১৪২ জন,Steiermark রাজ্যে ১২৫ জন, Tirol রাজ্যে ১০৭ জন, Salzburg রাজ্যে ৫৬ জন, Vorarlberg রাজ্যে ৪৩ জন, Kärnten রাজ্যে ৩৩ জন এবং Burgenland রাজ্যে ১৪ জন নতুন করে সংক্রমিত শনাক্ত হয়েছেন।
অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আজ অস্ট্রিয়ায় করোনার প্রতিষেধক টিকা দেয়া হয়েছে ২৪,৩৪৩ ডোজ এবং এই পর্যন্ত মোট করোনার প্রতিষেধক টিকাদান সম্পন্ন করা হয়েছে ১ কোটি ১ লাখ ৪১ হাজার ৯১৮ ডোজ। অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনার প্রতিষেধক টিকার সম্পূর্ণ ডোজ গ্রহণ সম্পন্ন করেছেন ৪৯ লাখ ৭৭ হাজার ৩ জন,যা দেশের মোট জনসংখ্যার শতকরা ৫৫,৮ শতাংশ।
অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬,৬৭,৮৪১ ডোজ এবং মৃত্যুবরণ করেছেন ১০,৭৫৪ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন ৬,৪৮,৯৬৬ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৮,১২১ জন। এর মধ্যে ক্রিটিক্যাল অবস্থার মধ্যে আইসিইউতে আছেন ৫১ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২২১ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।
কবির আহমেদ/ ইবিটাইমস