পদ্মা সেতুতে ফেরির আঘাতের পেছনে ষড়যন্ত্র থাকতে পারে : সেতুমন্ত্রী

মুন্সীগঞ্জ প্রতিনিধি: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতুতে ফেরির ধাক্কা লাগা তুচ্ছ কোন ঘটনা ও নিছক কোন দুর্ঘটনা নয়। এমকি এটিকে চালকের অদক্ষতা বলে এড়িয়ে যাওয়াও যাবে না। এখানে কোন ষড়যন্ত্র বা অন্তর্ঘাত আছে কীনা- তদন্ত করে দেখতে হবে। এ ঘটনায় সর্ষের মধ্যে ভূত আছে কীনা তাও খতিয়ে দেখতে হবে।

মন্ত্রী শুক্রবার পদ্মা সেতুর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্ত পরিদর্শন করে এসব কথা বলেন।

শিমুলিয়া বা বাংলাবাজার যে কোন একটি ঘাট স্থানান্তরের ব্যাপারে সংশ্লিষ্ট কমিটি গুরুত্বের সাথে বিবেচনা করবে উল্লেখ করে মন্ত্রী বলেন, সবগুলো বিষয় নিয়েই সংশ্লিষ্ট কমিটির সভা থেকে সিদ্ধান্ত হবে।

ওবায়দুল কাদের বলেন বলেন, পদ্মাসেতু নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। এখনো এর পিছনে দেশি-বিদেশী চক্রান্ত রয়েছে। বলেন, পদ্মা সেতু এখন জাতীয় সম্পদ। সেতুতে আঘাত সারা দেশের মানুষের অনুভূতিতে আঘাত আসে। এভাবে কেন বারেবারে পদ্মা সেতুতে আঘাত লাগছে, তা খতিয়ে দেখা হবে।

সেতুমন্ত্রীর পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন সেতু বিভাগের সচিব মোঃ আবু বক্কর ছিদ্দিক, পদ্মা সেতুর প্রকল্প পরিচালক মোঃ শফিকুল ইসলাম, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান সৈয়দ তাজুল ইসলাম, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, পুলিশ সুপার আব্দুল মোমেন ও পদ্মা সেতুর নিরাপত্তার দায়িত্বে থাকা ৯৯ কম্পোজিট বিগ্রেডের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল কামরুল হাসান।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

EuroBanglaTimes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »